গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় ড্রাম ট্রাক চাপায় এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত হলেন- কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকার নির্মল চন্দ্র বীরের ছেলে নিরেন চন্দ্র বীর (৫৪)। তিনি স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানার এস আই মো: সাইফুল ইসলাম জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে কয়লার আড়তের প্রবেশ মুখে সড়ক সংস্কারের কাজ চলছিল। নিরেন চন্দ্র বীর ওই কাজ দেখাশোনা করছিল। সড়ক মেরামতের জন্য ইটের আদলা, রাবিশ ও সুড়কি ড্রাম ট্রাক দিয়ে ওই স্থানে ফেলা হচ্ছিল। এসময় নিরেন চন্দ্র বীর ট্রাকের পেছনে দাঁড়িয়ে ছিল। পরে ড্রাম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে গেলে নিরেন চন্দ্র বীর চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
তিনি আরো জানান, অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে নিহতের স্বজনদের কাছে লাশ স্থানান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম