গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার নয়াপাড়া এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নবজাতকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ১দিন। বুধবার দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার এস আই মো: হানিফ মিয়া জানান, কাশিমপুর থানাধীন নয়াপাড়া এলাকায় আহসানের বাড়ির পাশে ময়লা আবর্জনার ড্রাম ছিল। কয়েকটি কুকুর সেই ড্রামের ময়লা আবর্জনা খেতে গিয়ে ড্রামটি কাত করে ফেলে দেয়। এ সময় ড্রামের ভেতর থেকে নবজাতক ওই শিশুর মরদেহ বের হয়ে সড়কের পাশে পড়ে। পরে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ওই নবজাতকের মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে কেউ ওই নবজাতকের মরদেহ ময়লার ড্রামে ফেলে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম