বরিশালের গৌরনদীর বাইশারী ও উজিরপুরের নাথারকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভাগীয় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান চালায়।
অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, আখের গুড়ে ভেজাল দেয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া।
বিডি প্রতিদিন/এএম