বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনার ৮ দিন পর বুধবার দুপুরে স্থানীয়দের মোবাইলে ভিডিও দেখে ওই শিশুর মা মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের পর পুলিশ কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করেছে। তবে পুলিশ অভিযুক্ত কিশোর গ্যাং এর প্রধান মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী এলাকার নাসির শেখের ছেলে নবীন শেখকে (১৯) এখনও গ্রেফতার করতে পারেনি।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, মোরেলগঞ্জ উপজেলার বারুইখালীর এলাকার এক গৃহবধূ তার মেয়েকে বাবার বাড়ি রেখে গত ৯ অক্টোবর স্বামীর বাড়িতে যায়। তখন শিশুটি তার নানির কাছে ছিল। বাবা-মা কাছে না থাকার সুযোগে ১১ অক্টোবর এলাকার কিশোর গ্যাং প্রধান নবীন শেখ ও এক কিশোর শিশুটিকে চকলেটের প্রলভন দেখিয়ে বাড়ির পাশের একটি দোকানের পিছনে নিয়ে ধর্ষণ করে। সেই সাথে ধর্ষণের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনার ৮ দিন পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে মিশুটির মা বুধবার দুপুরে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের পর পুলিশ কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করেছে। অপর আসামি কিশোর গ্যাংয়ের প্রধান নবীন শেখকে পুলিশ গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
বিডি প্রতিদিন/এএম