'গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ আওতায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রকল্পের মহিলা কর্মীদের চেক বিতরণ ও কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার চৌদ্দগ্রাম উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রাধান অতিথি ছিলেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী। চৌদ্দগ্রাম উপজেলা প্রকৌশলী মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহারসহ উপজেলার ঠিকাদাররা। অনুষ্ঠানে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণে আন্তরিক ভূমিকা রাখতে কর্মীদের আহবান জানানো হয়। এছাড়া ঠিকাদারদের প্রকৌশল বিভাগের কার্যক্রমে মান ঠিক রাখার নির্দেশনা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএম