ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠনের পর প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় ময়মনসিংহ নগরীর ভাষা সৈনিক রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
বুধবার রাতে নগরীর হোটেল মোস্তাফিজ ইন্টারন্যাশনালের হলরুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক আক্তারুজ্জামান ভুঁইয়া, বোর্ডের সচিব অধ্যাপক কিরীট কুমার দত্তসহ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইভেন্টে (ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার) সমগ্র দেশ থেকে চারটি অঞ্চলে ৪৯৬ জন শিক্ষার্থী ভাষা সৈনিক রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, সার্কিট হাউজ মাঠ ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার মাঠে প্রতিযোগিতায় অংশ নেবে।
পদ্মা অঞ্চলে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ (নীল জার্সি), গোলাপ অঞ্চলে খুলনা ও বরিশাল (বেগুনি জার্সি), বকুল অঞ্চলে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট (সবুজ জার্সি) এবং চাঁপা অঞ্চলে রাজশাহী ও রংপুর (লাল জার্সি) রয়েছে। আগামী ২৪ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠানের।
বিডিপ্রতিদিন/কবিরুল