কক্সবাজারের টেকনাফের সাবরাং নয়াপাড়ার চাঞ্চল্যকর বিকাশ ও নগদ এজেন্টকর্মী আব্দুর রহমান হত্যা মামলার অন্যতম আসামি শওকতকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে টেকনাফ সাবরাং নয়াপাড়ার ঝিনাপাড়া এলাকায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে শওকতকে গ্রেফতার করে।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুর রহমানের বিকাশ ও নগদ এজেন্টের ব্যবসা ছিল। পেশাগত কারণে অনেক রাত পর্যন্ত বাইরে থাকতো সে। টাকা পয়সাসহ বিভিন্ন বিষয়ে তার সঙ্গে আসামিদের পূর্ববিরোধ ছিল।
গত সোমবার রাত ১টা থেকে ভোর ৫ টার মধ্যে আসামিরা পরস্পর যোগসাজশে এলোপাতাড়ি কুপিয়ে আব্দুর রহমানকে হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল