রাজধানীর গুলশান এলাকা থেকে বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। গ্রেফতার ব্যক্তির নাম মো. নয়ন হাসান (৪৪)।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে নয়নকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৬৮ বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতার নয়ন জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে মদের কারবার করে আসছিল। নিজের কাছে এসব মদের বোতল মজুত রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় সাপ্লাই করতো। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ