আগামী ২১ নভেম্বর (সোমবার) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছ। সেখানে লক্ষাধিক কর্মী জড়ো করার টার্গেট নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই সম্মেলনকে সফল করার লক্ষ্যে বর্ধিত সভা করা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
এসময় জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিটের ৩০২ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। সভায় জেলায় ৫৮টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা থেকে লক্ষাধিক মানুষ জড়ো করার নির্দেশনা দেওয়া হয়। পরে ২১ নভেম্বরের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ভাবে সম্পন্ন করতে সকল নেতা কর্মীর সহযোগিতা কামনা করেন আয়োজকরা।
বিডি প্রতিদিন/হিমেল