সাতক্ষীরায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেসন্টুন উড়িয়ে উক্ত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সিভিল সার্জন সবিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ-জোহরা, সদর ভুমি কর্মকর্তা আজাহার আলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা।
এ বছর এ ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলা পুলিশ, ভুমি অফিস, বিআরটি, স্কুল, কলেজ, ব্যাংক, কৃষি বিভাগসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের মোট ৪৬টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।
বিডি প্রতিদিন/এএম