ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাচা আব্দুল বারেকের (৩৬) দায়ের কোপে ৬ বছর বয়সী ভাতিজা নাঈম মিয়ার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রাজিবপুর ইউনিয়নের দেবস্থান গ্রামে ওই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, আব্দুল বারেক প্রায় ১২ বছর ধরে মানসিক ভারসাম্যহীন।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তছিনুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আব্দুল বারেককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।
জানা যায়, মানসিক সমস্যা থাকায় শিকল দিয়ে বেঁধে রাখা হতো আব্দুল বারেককে। বেশ কিছুদিন ধরেই বারেকের মানসিক অবস্থা একটু ভালো দেখায় শিকলের বাঁধ ছেড়ে দেন পরিবারের লোকজন। পরে শনিবার দুপুরে বারেকের বড় ভাই নুরুল ইসলাম তাকে খাওয়ার জন্য ভাত দিয়ে টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এসময় বারেক পাশে থাকা ভাতিজা নাঈমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর সে নিজেই চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা তাকে আটক করে গাছের সাথে বেঁধে রেখে পুলিশে খবর দেয়।
বিডি প্রতিদিন/এএম