কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে চাঁদপুরে বিএনপি’র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জে এম সেন গুপ্ত রোডস্থ মনিরা ভবনে’র সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথির মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মো. সায়েদুল হক সাঈদসহ জাতীয় ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল