রাজধানী ঢাকার সমাবেশ প্রসঙ্গে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির দলনেতা বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘ঢাকায় কমপক্ষে ৫০ লাখ মানুষের সমাবেশ হবে। ঢাকায় আমাদের সমাবেশের মাধ্যমে বার্তা দিতে চাই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এদেশে কোনো নির্বাচন হবে না।’
আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে আজ শনিবার দুপুরে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে (মুনিরা ভবন) আয়োজিত জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘আপনারা দেখেছেন সরকার সমাবেশের আগে কীরকম ধর্মঘট দিয়েছে। তারপরও কত গণজোয়ার সৃষ্টি হয়েছে। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকগুলোতে কোনো টাকা নেই। সব তারা লুটেপুটে নিয়েছে। এই টাকা নিয়ে কানাডার বেগমপাড়ায় বাড়ি হয়েছে। আর বলে বেগম জিয়া নাকি এতিমের দুই কোটি টাকা মেরে দিয়েছে। অথচ সেই টাকা আজকে বেড়ে ব্যাংকে চার কোটি টাকা হয়েছে’।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে দেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। এতে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী ও খলিলুর রহমান গাজীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, সদস্য এম এ হান্নান, ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশীদ, সদস্য বাহবুবুল ইসলাম স্বপন, আব্দুস সাত্তার পাটওয়ারী, ক্যাবের সভাপতি ডা. সরকার মাহবুব আহমদ শামীম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সৈকত, সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার মজুমদার হক শীমুল প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ