মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ নুরুল আমীন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিনের সোলারচর গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদককারবারীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গ্রেফতারকৃত নুরুল আমীন একই ইউনিয়নের বকুলতলা গ্রামের মোঃ খোরশেদ মোল্লার ছেলে।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান,গোপন সংবাদে খবর পেয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত নুরুল আমীন এর বিরুদ্ধে একটি মাদক মামলাসহ ৪টি মামলা চলমান রয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম