‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে বাগেরহাটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্বোবনী মেলা শুরু হয়েছে। বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে শনিবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এই মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুস্ঠানে পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে জেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে র্যালী পুনরায় জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। মেলায় বাগেরহাট জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৬টি স্টল রয়েছে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেছেন। মেলায় আগত সরকারি প্রতিষ্ঠানের স্টল গুলোতে তাদের প্রদত্ত বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্য প্রদর্শণ করা হয়েছে। সেই সাথে কিভাবে অতি সহজে সেবা পেতে পারে সে বিষয়ও উল্লেখ রয়েছে স্টলে। কৃষি বিভাগসহ কিছু কিছু স্টল সেবা সম্পর্কিত বিভিন্ন লিফলেটও বিতরণ করছে। স্টলগুলোর তৎপরতা দেখে খুশি দর্শনার্থীরা।
বিডি প্রতিদিন/এএম