৬ ডিসেম্বর, ২০২২ ১৮:১৮

নানা আয়োজনে ফেনী মুক্ত দিবস পালিত

ফেনী প্রতিনিধি

নানা আয়োজনে ফেনী মুক্ত দিবস পালিত

ফেনীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের জেল রোডস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে জেলা প্রশাসকের আয়োজনে একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় আলোচনা সভার।  

এছাড়া ফেনীর দাগনভূঞার একটি সামাজিক সংগঠন তরুণ সংঘ দিবসটি উপলক্ষে সকাল ৬টায় ফেনীর পরশুরামের ভারতীয় সীমান্তবর্তী বিলোনিয়া এলাকা থেকে পদযাত্র শুরু করে দাগনভুঞার উপজেলার ফেনী শেষ সীমানা পর্যন্ত যান। দীর্ঘ ৪৭ কিলোমিটার পায়ে হেঁটে চলার সময় তারা মাদক বিরোধী বিভন্ন প্রচারনা চালানোর পাশাপাশি, জয় বংলা ও স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন শ্লোগান দিয়ে পুরে এলাকা মুখরিত করে তুলেন।  

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর