নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপন করা পুলিশের চেকপোস্টে আটক হলেন কুমিল্লা উত্তরের মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মোঃ ফারুক হোসেন মিয়াজি (৩৭) সহ ৬ জন।
শনিবার সকাল ৮ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার স্থাপন করা চেকপোস্টে ঢাকামুখী বাসে তল্লাশি করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কুমিল্লা উত্তরের মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ফারুক হোসেন মিয়াজি (৩৭)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার মৃত খালেকের ছেলে। তাৎক্ষণিক ভাবে বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান (পিপিএম বার) জানান, আমরা সকালে থেকে সন্দেহজনক ৬ জনকে আটক করেছি। তাদেরকে বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন