‘সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা হল রুমে আয়োজিত হয় এই অনুষ্ঠান।
একে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা নাসরিন আরা পুষন, কালিয়াকৈর থানার এসআই মনিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।
পরে নির্বাচিত তিনজন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/কালাম