ময়মনসিংহের ফুলপুরে ৭৪তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুর পৌনে ১২টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি উপজেলা পরিষদ গেট থেকে শুরু হয়ে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর হয়ে পুনরায় উপজেলা পরিষদের গেটে গিয়ে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার’ প্রতিপাদ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, মানবাধিকার কর্মী আকরাম হোসেন, মোশাররফ হোসেন ও তাজুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ এতে সভাপতিত্ব করেন। আর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সভা সঞ্চালনা করেন। এসময় উপজেলা মানবাধিকার কমিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই