নোয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নোয়াখালীতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নোয়াখালী শাখার উদ্যোগে শনিবার সকালে নোয়াখালী জেলা জজ কোর্টের সামনে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর নোয়াখালী মানবাধিকার কমিশনের সাধারণ অ্যাডভোকেট আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাইন উদ্দিন খসরু, জেলা সাধারণ সম্পাদক নজির উল্যাহ, অ্যাডভোকেট ওমর ফারুক চেয়ারম্যান ও অ্যাডভোকেট আলমাস।
আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুর আলম জিকু, সম্পাদক আমিরুল ইসলাম হারুন, সাংবাদিক নাসির উদ্দিন বাদল, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, এবিএম কামাল উদ্দিন, অ্যাডভোকেট সোহাগ ও জেলার সহসভাপতি মাহবুবুর রহমান প্রমুখ। পরে একটি র্যালি জজ কোর্ট প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এমআই