‘স্বাস্থ্যই সকল সুখের মূল’, এই প্রতিপাদ্য বিষয়ে নোয়াখালী হেলথ ক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে মাইজদীস্থ হেলথ ক্লাবের অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হেলথ ক্লাবের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও হেলথ ক্লাবের সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান।
হেলথ ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্লাহ, সহ-সভাপতি মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ মো. আলমগীর, অ্যাডভোকেট হোসেন আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ আলী সোহেল, সিরাজ উল্যাহ ভূইয়াসহ প্রমুখ। বক্তারা হেলথ ক্লাবের সদস্যদের নিয়মিত শরীর চর্চা ও ব্যায়াম করার জন্য অনুরোধ জানান। পরে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই