চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
তিনি বলেন, ১২ ডিসেম্বর ২১৮ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে পরবর্তী মেয়াদের নেতা নির্বাচিত হবেন। নতুন কমিটিতে কোনো রাজাকার ও তার পরিবারের সদস্যদের স্থান দেওয়া হবে না। ইতিমধ্যে ৪০ হাজার ডেলিগেট কার্ড বিতরণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আবু তালেব বিশ্বাস, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলাসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার এমপিসহ নেতৃবৃন্দ শহরের টাউন ফুটবল মাঠে সম্মেলনস্থল পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/এমআই