নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু- এই ক্যাটাগরিতে বেগম রোকেয়া দিবসে নেত্রকোনা জেলায় জয়িতা সম্মাননা পেলেন শিল্পী ভট্টাচার্য্য।
জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন আয়োজিত জয়িতা অন্বেষণে শুক্রবার (৯ ডিসেম্বর) মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এ পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় জেলা পর্যায়ে ৫ ক্যাটাগরিতে মোট ৫ জন নারীকে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল ও পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ অন্যরা।
শিল্পী ভট্টাচার্য্য বলেন, এই পুরস্কার তার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। প্রত্যেক নারীই ইচ্ছে করলে সমাজে মাথা উঁচু করে চলতে পারে।
এদিকে, অন্য চারজন জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সারা নওসিন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা আফরোজা বেগম, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী কামরুন নাহার এবং সফল জননী মোছা. নুরজাহান খানম।
বিডি প্রতিদিন/ফারজানা