দেশ বিরোধী বিএনপি জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে রাজপথে সর্তক অবস্থান কর্মসূচি পালন করেছে রাঙামাটি জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার শহরের হ্যাপীর মোড় এলাকায় সংগঠনটির ব্যানারে দিনব্যাপী এ কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি মো. আকবর হোসেন চৌধূরী, সাধারণ সম্পাদক নূর মো. কাজল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় এলাকায় পরিবেশ নিয়ন্ত্রণে রাঙামাটি শহরের চেক পোস্ট এলাকাগুলোতে অতিরিক্তি পুলিশ মোতায়ন করা হয়।
রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি মো. আকবর হোসেন চৌধুরী বলেন, পার্বত্যাঞ্চলে বিএনপি জামাতের নেতাকর্মীরা যাতে নৈরাজ্য ও তান্ডব চালতে না পারে তার জন্য কঠোর অবস্থানে আছে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পাহাড়ে রাজনীতিতে শান্তি পূর্ণ পরিবেশ বজায় রাখতে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ সবাই যথেষ্ট সর্তক অবস্থানে রয়েছে। দেশে উগ্রবাদি বিএনপি জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডব মেনে নেওয়া হবে না।
বিডি প্রতিদিন/হিমেল