মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। শনিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালিটি জেলা শহর প্রদক্ষিণ করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী র্যালির নেতৃত্ব দেন।
এর আগে পৌরসভা মাঠে এক আলোচনা সভায় এমপি আবু জাহির বলেন, বিএনপি দেশে নাশকতা সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত। এ বিষয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
র্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আরব আলী, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, ডা. অসীত রঞ্জন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল ও অ্যাডভোকেট সুলতান মাহমুদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই