ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর উপর বিএনপি’র সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির পায়তারার প্রতিবাদে কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি চাষী এমএ করিম, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু মোহাম্মদ সাঈদ হাসান লোবান, ওবায়দুর রহমান, সালেহ আহমেদ মজনু, জিল্লুর রহমান টিটু ও আতাউর রহমান বিপ্লব প্রমূখ।
বক্তারা বিএনপি ও জামাত শিবির চক্র আবারও দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বলে এর দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল