নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে ১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন রণাঙ্গনের সম্মুখ সারির যোদ্ধা শহীদ সরোয়ার হোসেন বাচ্চুর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগেও শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা ফোরামের সভাপতি শাজাহান হাওলাদার, মুক্তিযোদ্ধা শেখ বজলুর রশিদসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক কর্মী এবং সামাজিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। এরপরে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। মুক্তিযোদ্ধাদের নিয়ে শোভাযাত্রাটি মাদারীপুর সরকারি কলেজ গেট থেকে শুরু হয়ে টেনিস ক্লাব সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এমআই