দিনাজপুরে বাংলাদেশ যুব মৈত্রী দিনাজপুর জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মিষ্ঠন রায়কে সভাপতি এবং মোছাদ্দেকুল ইসলাম মুকুলকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দিনাজপুর শহরের বাহাদুর বাজারস্থ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’র কার্যালয় চত্বরে বাংলাদেশ যুব মৈত্রী দিনাজপুর জেলা শাখার এ জেলা সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ যুব মৈত্রী দিনাজপুর শাখার সাধারন সম্পাদক মোছাদ্দেকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে জেলা সম্মেলন উদ্বোধন করেন ওয়ার্কার্স পার্টি দিনাজপুর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি দিনাজপুর শাখার সাধারন সম্পাদক কমরেড হবিবর রহমান।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা ও জাতীয় কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি জননেতা আব্দুল হক প্রমুখ।
পরে জেলা সম্মেলনে উপস্থিত সদস্যরা কণ্ঠভোটে সভাপতি মিষ্ঠন রায়, সহ-সভাপতি হাসিনুর আলম, মুশফিক বরাত, সাধারণ সম্পাদক মোছাদ্দেকুল ইসলাম মুকুল, অর্থ সম্পাদক জগদিশ চন্দ্র রায়সহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল