‘সবার মাঝে ঐক্য করি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শিক্ষা ও চাকরির ক্ষেত্রে জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন ইসলামপুর উপজেলার পূর্ব বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা। তার বাবা একজন কৃষক ও মা একজন গৃহিনী। প্রত্যন্ত চরে জন্মগ্রহণ করেও দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এজন্য শুক্রবার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার হাতে সনদ ও পুরুস্কার তুলে দেন জেলা প্রশাসক(ডিসি) শ্রাবস্তী রায়।
অতিরিক্তি জেলা প্রশাসক মোখলেছুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ উন্নয়নে বকশীগঞ্জের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইযাসমিন স্মৃতি, অর্থনৈতিকভাবে সাফল্যে শাকিলা আশরাফ, সফল জননী কোটায় অবিরন নেছা, নির্যাতন প্রতিরোধে ফাতেমাসহ বিভিন্ন বিষয়ে জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান ছানা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমানারা হেনা, সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকামসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/আরাফাত/বাদল