বাগেরহাটের মোরেলগঞ্জে টুটুল হাওলাদার (১৪) নামে এক কিশোরকে ছুরি মেরে হত্যা ঘটনায় প্রধান আসামি বাক প্রতিবন্ধী যুবক রুবেল সমদ্দারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পরে শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে মোংলা উপজেলার কচুবুনিয়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে বলে থানার ওসি মো. সাইদুর রহমান জানিয়েছেন।
এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের সোমাদ্দারবাজার এলাকায় একটি দোকানে খেলা দেখে বাড়ি ফেরার সময় পশ্চিম গুলিয়াখালী গ্রামের দিনমজুর আব্দুল বারেক হাওলাদারের ছেলে টুটুলের গলায় ছুরি মেরে হত্যা করে যুবক রুবেল। এ ঘটনায় টুটুলের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
পূর্ব শত্রুতার জের ধরে বাক প্রতিবন্ধী রুবেল টুটুলকে হত্যা করে বলে থানা পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল