অভিনব কায়দায় চা-পাতা ব্যবসার আড়ালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পরিবহনের সময় ২৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব-১৩ দিনাজপুর। আটক ব্যক্তির বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে।
শুক্রবার র্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা গাঁজাসহ তাকে আটক করে। আটক মো. মারুফ ওরফে পুতুল (৪৫) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দক্ষিণ সুজালপুর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, র্যাব-১৩, রংপুর ব্যাটালিয়ন এবং ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুরের একটি দল জানতে পারে দিনাজপুর শহরের রেলওয়ে স্টেশন রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পরিবহন করে অন্যত্র বিক্রির জন্য কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে।
পরে র্যাব সদস্যরা কুরিয়ার সার্ভিসের মেইন গেটের সামনে অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজাসহ মারুফ ওরফে পুতুলকে গাঁজাসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি কিছু দিন ধরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অন্যান্য মালামালের সাথে শ্রীমঙ্গল থেকে চা-পাতার বস্তায় চা-পাতার সাথে গাঁজা নিয়ে এসে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে বলে স্বীকার করে।
র্যাব-১৩ দিনাজপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই