নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধে উভয়পক্ষের সংঘর্ষে তিনজন নারীসহ ১১ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-আজগর আলী (৫০), মকবুল (৫২), মৃদুল (১৭), মিথালা (১৭), মামুন (১৮), মানিক (৫০), হাসান (২০), রাজা (৪৫), মিতা (৩৫), আঁখি (৩৫) ও হাসান (২০)। তারা স্থানীয় বেসরকারি হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে উভয়পক্ষের কারো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই