রাজধানীর গোপালবাগে বিএনপির সমাবেশের দিনে রাজবাড়ীর পাংশায় বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মোড়ে মোড়ে অবস্থান করতে দেখা গেছে। আজ শনিবার সকালে পাংশা জর্জ একাডেমি মাঠে পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছেন, শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থান, ইউনিয়ন ও ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থায় রয়েছে। আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একই কর্মসূচি পালন করছেন। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের দিকনির্দেশনায় এই কর্মসূচি পালিত হচ্ছে।
শনিবার সকাল ১১টায় পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত হতে থাকেন। সেখানে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।
এ সময় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুল মোরশেদ আরুজ, পাংশা পৌরসভার মেয়র মো. ওয়াজেদ আলী মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামসুল আলম বক্তব্য রাখেন। বক্তব্য শেষে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল শেষে কয়েক ভাগে বিভক্ত হয়ে নেতাকর্মীরা উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্থানে অবস্থান করেন।
বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম এমপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে। ঠিক এই সময় বিএনপি বিদেশি দূতাবাসে ধরনা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বিএনপির কোনোদিন পূরণ হবে না। শুক্রবার আমাদের নেতাকর্মীরা রাজবাড়ী, গোয়ালন্দ, কালুখালী ও বালিয়াকান্দিতে অবস্থান নিয়েছিল। আজ আমাদের হাজার হাজার নেতাকর্মী পাংশায় বিভিন্ন স্থানে অবস্থায় নিয়েছেন। বিএনপি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির পাশাপাশি পুলিশের উপর হামলা করছে। মূলতো তারই প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ। দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। সন্ত্রাস সৃষ্টিকারি কোনো দলকে অবৈধ প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে দেওয়া হবে না।
বিডি প্রতিদিন/হিমেল