আইন বিভাগের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) 'বঙ্গবন্ধু ও মানবাধিকার' শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন ও আইন বিভাগের সভাপতি ড. মো. রাজিউর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ.কিউ.এম. মাহবুব, প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো: শাহজাহান মন্ডল।
এসময়ে প্রবন্ধ উপস্থাপনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান মন্ডল অত্যান্ত চমৎকারভাবে বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরেন। মানবাধিকার শব্দটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে এক বিস্তৃত ও পূর্ণাঙ্গ সংজ্ঞায়ন করেন। সেই সাথে তিনি দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহ রূপ সম্পর্কে আলোকপাত করেন যেখানে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়।
সেমিনারে আইন অনুষদের ডিন ও আইন বিভাগের সভাপতি ড. মো: রাজিউর রহমান বলেন, বঙ্গবন্ধু ও মানবাধিকার দুটি শব্দ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্মই হয়েছিল মানুষের অধিকার সুরক্ষার জন্য।
এসময়ে বশেমুরবিপ্রবি উপাচার্য একিউএম মাহবুব মানবাধিকার রক্ষা করার অবিরাম ও চলমান সংগ্রাম সম্পর্কে আলোকপাত করেন যা আদিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত চলে আসছে। এছাড়া তিনি মানবাধিকারের সংগ্রামে শোষক ও শোষিত শ্রেণির অবস্থা তুলে ধরেন। সেই সাথে বঙ্গবন্ধুকে মনেপ্রাণে ধারণ করার অভিমত ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/এএম