শেরপুরের নালিতাবাড়ীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) পক্ষ থেকে সম্বলহীন ১১০ জন নারীর মাঝে এককালীন ৯ হাজার টাকা করে ৯ লাখ ৯০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বিকালে রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের ফুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুদান বিতরণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এসডিএফ এর চেয়ারম্যান ও সাবেক নৌ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো.আবদুস সামাদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসডিএফ এর ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক মো. আবুল হোসাইন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, কাকরকান্দী ইউনিয়নের ক্লাষ্টার অফিসার মো. জহিরুল ইসলাম ভুইয়া, ইউপি সদস্য মো. তমিজ উদ্দিন, শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক ও পানিহাটা গ্রাম সমিতির সভাপতি রোজিনা আকতার প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল