"নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি" স্লোগানকে সামনে রেখে মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার লিগ্যাল এইড উপ-পরিষদের উদ্যোগে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস।
এ উপলক্ষে শনিবার বিকালে গুরুদয়াল সরকারি কলেজের সামনে মুক্তমঞ্চে জেলা কমিটির সভাপতি এডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির গুরুত্ব ও পারিপার্শ্বিক অবস্থা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আতিয়া হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি সুলতানা রাজিয়া, সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম, প্রচার সম্পাদক তাহমিনা ইসলাম, সদস্য এডভোকেট শংকরী সাহা, মনিকা দাস, বন্দনা দত্ত, মনোয়ারা জলি, নাজমা আক্তার, মানবাধিকার কর্মী হারুন আল রশীদ, আনোয়ারা বেগম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, বেসরকারি উন্নয়ন সংস্থা পপির কর্মী বিল্লাল হোসেন প্রমুখ।
সভা সঞ্চালন করেন মহিলা পরিষদ জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক এডভোকেট হামিদা বেগম।
বিডি প্রতিদিন/এএম