ফেনীর সোনাগাজীতে আবারও স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে সোনাগাজী পশ্চিম বাজারে তাহের জুয়েলার্স নামে একটি দোকানে লকার ভেঙে স্বর্ণালংকার চুরি করেছে চোররা।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক আবু ইউসুফ রুবেল জানান, গভীর রাতে পেছনের দরজা ভেঙে দোকানে প্রবেশ করে। এরপর ভেতরে থাকা লকার ভেঙে ৩০-৪০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে চোররা। চুরিকৃত স্বর্ণের বর্তমান মূল্য প্রায় ৩৮ লাখ টাকা বলে দাবি করেন তিনি।
এ প্রসঙ্গে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, এ ঘটনায় তদন্ত কাজ অব্যাহত রয়েছে। চোরকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, এর আগে গত ৩০ অক্টোবর সোনাগাজী উপজেলার জমাদার বাজারে অর্জুন ভাদুড়ীর দোকানে প্রকাশ্য দিবালোকে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতদের এলোপাতাড়ি কোপে অর্জুন ভাদুড়ীর মৃত্যু হলেও এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি।
বিডি প্রতিদিন/এমআই