নেত্রকোনায় সুবিধা বঞ্চিত দরিদ্রদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসনকে পাঁচশত কম্বল দিয়েছে বেসরকারি সংস্থা আশা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আশার পক্ষ থেকে নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের নিকট ৫ শত শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করা হয়। উন্নতমানের এসকল কম্বল হস্তান্তর করেন আশার বিভাগীয় ব্যবস্থাপক আব্দুল জলিল।
এসময় অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, আশার জেলা ব্যবস্থাপক মো. আ. লতিফ, আঞ্চলিক ম্যানেজার সৈয়দ আহাম্মদ এবং সিনিয়ন ব্রাঞ্চ ম্যানেজার ফারজানা আক্তার।
বিভাগীয় ব্যবস্থাপক আব্দুল জলিল জানান, সারাদেশে আশার পক্ষ হতে দরিদ্রদের মাঝে বিতরণের জন্য তিন লাখ কম্বল প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে নেত্রকোনা জেলার জন্য বরাদ্দকৃত পাঁচশত কম্বল জেলা প্রশাসকরে কাছে প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল