বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে রংপুর মহানগর বিএনপির এক বিক্ষোভ মিছিল করে।
নগরীরর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিল বের হওয়ার চেষ্টা করলে মূল ফটকের সামনে পুলিশ বাধা প্রদান করে। পরে সেখানেই মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু'র সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন এর সঞ্চালনায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য এডভোকেট একরামুল হক, নাজমুল আলম নাজু, সামসুজ্জোহা সাজু, এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, আব্দুল খালেক, শাহ নেওয়াজ লাবু, মহানগর যুবদলের সহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ