সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের খরচার হাওরের জিরাক বাঁধে মাটি কেটে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বাঁধ নির্মাণের কাজ উদ্বোধন করেন।
উল্লেখ্য, চলতি বছর জেলার ছোট বড় ৪৮ টি হাওরে ৭০০ কিলোমিটার বাধ নির্মাণ করবে পানি উন্নয়ন বোর্ড। এজন্য একশ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
এসময় জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, হাওরে উৎপাদিত একমাত্র বোরো ধান শুধু সুনামগঞ্জবাসীর খাদ্যের যোগান দেয় না, দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে। হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ নিয়ে কোন ব্যবসা করা যাবে না। এই দায়িত্ব প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও জনপ্রতিনিধিরদের একার নয়। সবাইকে একযোগে কাজ করতে হবে। হাওরের ফসল আগাম বন্যার হাত থেকে রক্ষা জন্য সরকার প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে কৃষকদের নিয়ে বাঁধ নির্মাণ করে। এতে কোন অনিয়ম হলে এতটুকুও ছাড় দেয়া হবে না।
এবছর জেলায় ২ লাখ ২২ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
বিডি প্রতিদিন/এএ