ময়মনসিংহের ফুলপুরে সদ্য বিবাহিত সিঙ্গাপুর প্রবাসী যুবক সোহাগ মন্ডলসহ (৩৫) সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত সোহাগের স্ত্রী মিষ্টি (১৯) ও আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার তারাকান্দা উপজেলার গোপালপুর নামক স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
সোহাগ ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের নগুয়া মোড়ল বাড়ির আব্দুল গণি মোড়লের ছেলে। ৫-৭ বছর পর এবার সিঙ্গাপুর থেকে বাড়ি এসে মাত্র দেড় মাস আগে মুন্সিরহাটের মেয়ে মিষ্টির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর নিহত অপরজন হলেন সিএনজি চালক ইমাদপুর গ্রামের হাফিজুল ইসলাম। ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ