ব্রাহ্মণবাড়িয়ায় ৯ কেজি গাঁজা ও ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোডে দুটি বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. রুবেল মিয়া (২৫), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার উদিসা গ্রামের কামাল হোসেন (৪৫), নরসিংদী জেলার রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের ফাতেমা আক্তার ইতি (২৩) ও ঢাকার পূর্ব ইসলামপুর এলাকার দীপা আক্তার (৩১)।
মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সদস্যরা কুমিল্লা-সিলেট মহাসড়কের খাটিহাতা বিশ্বরোড এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা এবং ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রুবেল মিয়া ও কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। একই রাতে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফাতেমা আক্তার ইতি ও দীপা আক্তারকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম