মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকায় ১০ম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় হামলার অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীসহ ৪ জন আহত হয়। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থীর মা থানায় অভিযোগ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিমুদ্দিন জানান, বেশ কয়েক মাস ধরে কুমিল্লি গ্রামের আলমাছের ছেলে রনি, আকবরের ছেলে মেহেদি, দেলুয়ার মাস্টারের ছেলে হারুন অর রশিদ, খালেকের ছেলে হৃদয়, সুনামিয়ার ছেলে (সাধু) কোহিনুর, শাহ আলম সজিবের ছেলে সোহান আমার স্কুলের ১০ শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত (ইভটিজিং) করে আসছিল। শিক্ষার্থীর পরিবার ও স্কুলের পক্ষ থেকে কয়েক বার এই বিষয়ে জানানো হয়েছিল। তারপরেও রবিবার স্কুল ছুটির পরে বাড়িতে ফেরার পথে অভিযুক্ত যুবকরা উত্যক্ত করে। এসময় স্কুলের সাবেক শিক্ষার্থী তারেক ও মঙ্গল এবং বর্তমান শিক্ষার্থী আব্দুল্লাহ ও সাইজুদ্দিন প্রতিবাদ করেন। তখন তাদেরকে দেশিয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং রড দিয়ে বেধড়ক মারধর করে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার বলেন, এ বিষয়ে শিক্ষার্থীর মা পারভিন আক্তার আজ বিকেলে ৫ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল