নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে সহিদুল্লাহ খান সোহেল মনোনীত হয়েছেন। একইসঙ্গে নোয়াখালী জেলা থেকে একরামুল করিম চৌধুরীকে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এছাড়া ৪ সদস্যের কমিটির অপর মনোনীত দুই নেতা হচ্ছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সদস্য পদে একরামুল করিম চৌধুরী।
এর আগে গত ৫ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমকে পুনঃরায় সভাপতি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ১৭ ডিসেম্বরের মধ্যে তা ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন তিনি। এজন্য দলীয় সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৯ সালের ২০ নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। যেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
বিডি প্রতিদিন/আরাফাত