বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদে এবং আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর জেলা বিএনপি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের রেজিস্ট্রি অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আলী আশরাফ নাননু, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই