মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ভৈরব নদে অনুষ্ঠিত হয়েছে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। মঙ্গলবার বিকেলে শুরু হয়ে নৌকা বাইচ, চলে সন্ধ্যা পর্যন্ত।
নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, পুলিশ সুপার রাফিউল আলম, সাবেক এমপি মকবুল হোসেন ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রমুখ।
নৌকা বাইচকে ঘিরে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ সকলেই মেতে ওঠে আনন্দে-উল্লাসে। বাইচ দেখতে নদের দু’পাড়ে মানুষের সমাগমে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগিতায় মেহেরপুর সদর উপজেলার পাঁচ ইউনিয়নের পাঁচটি দল অংশগ্রহণ করে। এদের মধ্যে নৌকা বাইচে প্রথম হয় পিরোজপুর ইউনিয়ন, দ্বিতীয় বারাদি ও তৃতীয় হয়েছে বুড়িপোতা ইউনিয়ন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ড. মনসুর আলম খান। এসময় স্থানীয়, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই