কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে তারা প্রতিবাদ সমাবেশ করে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপির নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে সড়কে ওঠার চেষ্ঠা করলে পুলিশ তাদের বাধা দেয়।
পরে দলটির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কের উপর দাঁড়িয়ে আধা ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করে।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক জাহেরুল ইসলাম কাচ্চু, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহেদ রাসেল, ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকসহ দলীয় নেতা-কর্মীরা।
এসময় বক্তারা ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে ঢাকার পল্টনে দলীয় নেতা-কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ও বিএনপির মহাসচিবসহ সকল রাজবন্দির মুক্তির দাবী জানান। অন্যথায় তীব্র আন্দোলন করে সরকারের ঘটানোর হুঁশিয়ারী জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এএ