বগুড়ার আদমদীঘিতে পুকুরে মাছ ধরতে গিয়ে ইলিয়াস হোসেন (২৪) নামের এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। নিহত যুবক উপজেলার কদমা গ্রামের জাহের আলীর ছেলে। মঙ্গলবার সকাল ১০টায় কদমা গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘি সদর ইউপির কদমা গ্রামের যুবক ইলিয়াস হোসেন তার বাড়ির পাশের পুকুরে মাছ চাষ করেন। মঙ্গলবার সকালে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে সাবমারসিবল পাম্প বসিয়ে ওই পুকুর থেকে পানি সেচ দেন। সেচ কাজ শেষে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করেই পুকুরে নেমে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হন। আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে স্থানিয় ক্লিনিকে এবং পরে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম