ভোলার চরফ্যাশনে স্থানীয় সরকার প্রতিষ্ঠান তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা এবং তামাক নিয়ন্ত্রণ আইন (২০০৫) প্রয়োগ নিশ্চিত করণ বিষয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, টাস্কফোর্স কমিটি, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহের প্রতিনিধিদের সাথে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও সোসাইটি ফর সোশ্যাল এন্টারপ্রেনারস এর যৌথ আয়োজনে পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ।
পৌরসভার প্যানেল মেয়র মোস্তাহিদুল হক তানভীর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মতিন মোল্লা, ১ নং ওয়ার্ড কাউন্সিলর স্বপন চৌধুরী, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোক্তাদী, সংরক্ষিত নারী কাউন্সিলর ফরিদা পারভীন, জাহানারা বেগম, রেজওয়ানা বেগম চরফ্যাশন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম আবু সিদ্দিক, সাংবাদিক মিজান নয়ন, আমিনুল ইসলাম, নুরুল্লাহ ভূইয়া। এছাড়াও চিকিৎসক, শিক্ষক, সমাজকর্মী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামবাংলা উন্নয়ন কমিটির প্রকল্প সমন্বয়কারি মোঃ মনিরুজ্জামান এবং সার্বিক সমন্বয়ে ছিলেন প্রোগ্রাম অফিসার সোনিয়া সিকদার খাদিজা।
বিডি প্রতিদিন/এএ