বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বগুড়া শহরের মাটিডালিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপসহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব চন্দ্র রায় (৪৫) ও শহরের চারমাথা ভবের বাজারে বাস চাপায় একজন ভবঘুরে নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দুর্ঘটনায় নিহত অপূর্ব চন্দ্র বগুড়া সদর উপজেলার উপসহকারী কৃষি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
বগুড়া সদর উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, মঙ্গলবার জেলার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের কাতলাহার গ্রামের মৃত রহিনী কান্ত’র পুত্র অপূর্ব চন্দ্র বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বগুড়া সদরে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বগুড়া শহরের মাটিডালি মোড়ে হোটেল ক্যাসেল সোয়াদের সামনে পৌঁছালে ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল জানান, সকালে সড়ক দুর্ঘটনায় উপসহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব চন্দ্র রায় নিহত হয়েছেন। তিনি সকালে মোটরসাইকেল যোগে বগুড়ায় তার কর্মক্ষেত্রে আসছিলেন।
অপরদিকে বগুড়া শহরের চারমাথা ভবের বাজারে বাস চাপায় অজ্ঞাত ভবঘুরে পুরুষ (৫০) নিহত হয়েছে। মঙ্গলবার ভোর পৌনে ৫টায় বাস চাপায় নিহত হওয়ার পর পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার ভোরে ভবঘুরে ওই ব্যক্তি মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তিনি ভবঘুরে হিসেবে এলাকায় চলাফেরা করতেন। স্থানীয়রা কেউ তার পরিচয় জানেন না। তার লাশ শজিমেক মর্গে রাখা আছে।
বিডি প্রতিদিন/এমআই